জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শুধুমাত্র তথ্যপ্রযুক্তির সিলেবাস সংস্কারের মাধ্যমে আগামী ১০ বছরে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাড়ানো সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে আইসিটি সিলেবাস সংস্কার এবং কর্মমুখী শিক্ষার চর্চা শুরু করলে দেশ থেকে বাহিরে যাওয়া দক্ষ জনশক্তি অন্তত দ্বিগুণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (আইএসটি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কোনো ধরনের সরকারি সহযোগিতা ছাড়াই স্ব উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারগণ ফ্রিল্যান্সারে দেশকে ২য় স্থানে উন্নীত করেছেন। গার্মেন্টস শিল্পের পর ২য় বৃহত্তম অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে ফ্রিল্যান্সিং। সম্ভাবনাময় এ শিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় সবদিক থেকে পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় ২৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটির সিলেবাস সংস্কারের কাজ চলমান। এ লক্ষ্যে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোর সাথে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক আলোচনা শুরু করেছে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.